সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনার উপর এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের শুরু হয়েছে বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট’র (বিএমআই) আয়োজনে। বিএমআই ডিপ্লোমা কোর্সসমূহ আমেরিকা-বাংলাদেশ ইউনিভাসির্টির অধীনে পরিচালিত হবে। এ উপলক্ষে বিএমআই’র ওয়েব সাইটও (িি.িনসর-নফ.ড়ৎম) উদ্বোধন করা হয়। ২৩শে আগস্ট শুক্রবার ডিপ্লোমা কোর্সের ক্লাস শুরু হয়েছে বিএমআই’র প্রধান ক্যাম্পাস ঢাকার পুরানা পল্টনে আনুষ্ঠানিকভাবে ক্লাস উদ্বোধনের মাধ্যমে ওই কোর্সের যাত্রা শুরু হয়। ওই কোর্স উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও বার্তা সংস্থা এফএনএস’র প্রধান সম্পাদক মুহম্মদ আলতাফ হোসেন। ইনস্টিটিউট’র প্রিন্সিপ্যাল বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক, অনুষ্ঠান উপস্থাপক ও মাসিক এনজিও বার্তার সম্পাদক মুহাম্মদ আবু হানিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন ফর ট্রাভেল জার্নালিস্ট’র মহাসচিব এস.এইচ আসাদ, ট্রাস্ট টেলিমিডিয়ার চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, নর্দান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. ওহিদুর রহমান, মাসিক এনজিও বার্তার সহ-সম্পাদক মো. শামসুদ্দোহা খান ও কবি নুরুন্নাহার পান্না। এছাড়া অনুষ্ঠানে এফএনএস’র স্টাফ রিপোর্টার মোঃ আবুল বাসার মজুমদার, সমতল পত্রিকার নির্বাহী সম্পাদক আহমাদ আলী ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতির একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)