শ্যামলবাংলা ডেস্ক : কুমিল্লার মনোহরগঞ্জে জমি ভাগাভাগিকে কেন্দ্র করে ৩ ছেলের হাতে খুন হয়েছেন হাজী আব্দুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ বাবা। ২৬ আগস্ট সোমবার সকালে স্থানীয় নাথের পেটুয়ার কান্দিরগ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে তার ৩ ছেলে পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে জমি ভাগাভাগির ব্যাপার নিয়ে বাবা হাজী আব্দুল করিমের সঙ্গে তার ছেলে অহিদউল্লাহ, ফয়েজউল্লাহ ও শহিদউল্লাহর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে তাদের বাবাকে দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে হাজী আব্দুল করিম ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পর থেকে ছেলেরা বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক শফি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




