যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। ২৫ আগস্ট রবিবার রাতে পোর্ট থানার কাগজপুকুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ওই শাড়ি উদ্ধার করা হয়।
যশোর-২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা কাগজপুকুর গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালপত্র ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে চোরাই পথে আনা প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়িগুলো যশোর কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
