স্টাফ রিপোর্টার : শেরপুর সমাজসেবা বিভাগের উদ্যোগে ১৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৫ আগস্ট রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে শেরপুর-১ (সদর) সংসদ সদস্য আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার ও ট্রাই্সাইকেল বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মদিনা আক্তার। অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে ১২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও একজন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দেওয়া হয়।
