স্টাফ রিপোর্টার : শেরপুরে যুবলীগকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিভিন্ন ইউনিটের সম্মেলন। ২৫ আগস্ট রবিবার দুপুরে শেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের তাগিদের প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত ঘোষিত হয়। ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক ১ সেপ্টেম্বর একযুগে শেরপুর শহরের ৯ টি ওয়ার্ড এবং ৭ সেপ্টেম্বর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন শাখা যুবলীগের সম্মেলন শেষ করতে হবে। এরপর ১৩ সেপ্টেম্বর শেরপুর শহর এবং ১৪ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের ওই তারিখ ঘোষণার সাথে সাথে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য, সাবেক ফুটবলার আরিফ খান জয় ও মো. এরশাদুল রহমান (মিন্টু)। জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যানের সভাপতিত্বে বর্ধিত সভাটি পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি বদিউল আলম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১ বাস্তবায়নে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের ও দলের যেকোন দূর্যোগের মুহূর্তে যুবলীগ সাহসিকতার সাথে মাঠে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি তৃণমূল পর্যায়ে যুবলীগকে সংগঠিত করার মধ্য দিয়ে আগামী নির্বাচনে অন্যতম প্রধান ভূমিকা রাখার জন্য যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
