মো: ফরিদুজ্জামান, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে পিতার সাথে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে এক কিশোর। ২৪ আগস্ট শনিবার বিকেলে উপজেলার গিলাগাছা পূর্বপাড়া এলাকার মাঠে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর মোঃ ফরহাদ হোসেন (১৬) স্থানীয় কৃষক চাঁন মিয়ার ছেলে। প্রশাসনের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে ফরহাদের লাশ রবিবার এলাকায় দাফন করা হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে পিতা চাঁন মিয়ার সাথে বাড়ির পাশে ফসলের মাঠে কাজ করতে যায় কিশোর ফরহাদ। ওইসময় পাশে হেলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত ফরহাদের পরিবারের তরফ থেকে কোন আপত্তি বা অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি থানায়। ফরহাদের পরিবারের তরফ থেকে আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দিলে তাকে এলাকায় দাফন করা হয়।
