শ্যামলবাংলা ডেস্ক : বরগুনার আমতলী পৌরসভার পল্লবী আবাসিক এলাকার জর্জিয়া ইংলিশ স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে স্কুলের সহকারী শিক্ষক মো. ইমরানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জর্জিয়া ইংলিশ স্কুলে বুধবার রাতের কোচিং শাখায় পড়ানোর সময় ওই স্কুলের খণ্ডকালীন সহকারী শিক্ষক মো. ইমরান হোসেন (২০) তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারিক তাকে জেলহাজতে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহানুর হোসেন জানান, ইমরানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালক মো. আশশাকুর ফিরোজ জানান, অভিযুক্ত শিক্ষক মো. ইমরানকে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।