স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ ট্যাবলেটসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা. শাহাজালাল খন্দকারকে আটক করেছে পুলিশ। ২৪ আগস্ট শনিবার রাতে সূর্যনগর বাজারে নিজের ফার্মেসি থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন, শনিবার রাতে সূর্যনগর বাজারে ফার্মেসিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ও যৌন উত্তেজক বেশ কিছু ট্যাবলেটসহ ডা. শাহাজালাল খন্দকারকে আটক করা হয়। রাতেই তাকে জামালপুর সদর থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদক আইন ও চোরাচালানীর অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।