শ্যামলবাংলা ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলমকে (৩৮) একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। ২৪ আগস্ট শনিবার রাতে শহরের বেবি স্ট্যান্ড এলাকার নিমতলী রোডের পাক্কুর বাসা থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর স্থানীয় বরুহা বাজার এলাকার মৃত বদর মেম্বারের ছেলে।
টাঙ্গাইল থানার এসআই সালাউদ্দিন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বেবিস্ট্যান্ড এলাকার নিমতলী রোডের পাক্কুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির ভাড়াটিয়া সদর উপজেলার ইউপি সদস্য জাহাঙ্গীরের ঘর থেকে একটি নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
