শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিদেশি একটি জুতার কারখানায় শ্রমিকদের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে অন্তত: ১২ জন আহত হয়েছে। ২৪ আগস্ট শনিবার রাতে ওই ঘটনা ঘটে।
জানা যায়, অভ্যন্তরিণ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সিইপিজেডের ৩ নম্বর রোডের বন সুজ ফ্যাক্টরি নামের একটি কারখানায় শ্রমিকদের মধ্যে সম্প্রতি বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই শনিবার রাত ১০টার দিকে শ্রমিকদের মধ্যে কারখানার ভেতরেই হাতাহাতির এক পর্যায়ে তারা ইপিজেডের ঝনক প্লাজার সামনে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সংঘর্ষে অন্তত: ১২ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ছুরিকাহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি শান্ত রাখতে সিইপিজেডের কারখানাসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
