শ্যামলবাংলা ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্রমেই বিরোধী দলের আদলে চলে যাচ্ছে মহাজোটের দ্বিতীয় বৃহত্তম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের সুর। এবার তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি। এরশাদ ২৪ আগস্ট শনিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রাক্তন জাতীয় ছাত্র সমাজ ফোরাম আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইকথা বলেন। এর আগেও তিনি বলেছিলেন, দালালী করার জন্য নির্বাচনে যাবেন না।
