শ্যামলবাংলা ডেস্ক : কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া এলাকা থেকে সাড়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব ৭। ২৪ আগস্ট শনিবার ভোরে ওই ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে, টেকনাফের লেদা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মুহিবুল্লাহ (২২), মৃত ওয়াজ উদ্দিনের ছেলে সালা আহমদ (৩৫) ও মৃত নুরুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (৩০)।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ইয়াবাসহ ওই ৩ জনকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।