স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার খইঞ্চাপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়েছে। ২৪ আগস্ট শনিবার বেলা আড়াইটার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে ওই বাজারে থাকা ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ৩০/৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার পূর্বেই ওই ক্ষয়-ক্ষতি সাধিত হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবস্য়াীরা জানিয়েছেন।
