শ্যামলবাংলা ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় পুকুরে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে এক মেধাবী স্কুলছাত্র। ২৪ আগস্ট শনিবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদ পুকুরে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মাইনুল হাসান মঈন (১৪) ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
জানা যায়, শনিবার দুপুরে বন্ধুদের সাথে ভালুকা উপজেলা পরিষদ পুকুরে সাঁতার কাটতে যায় স্কুলছাত্র মঈন। এক পর্যায়ে মঈন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে ওই পুকুর ঘাটের নিচ থেকে স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, মেধাবী ওই স্কুলছাত্রের মৃত্যুর সংবাদে ভালুকা পাইলট স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।