শ্যামলবাংলা ডেস্ক : ইন্টারনেট সেবাকে আরো কম খরচের মধ্যে আনা, কম ডেটা ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি, সময়োপযোগী ব্যবসায়িক মডেল তৈরি করে নতুন দেশে ইন্টারনেট সেবা ছড়িয়ে দেওয়া, স্মার্টফোন ও নবনব অ্যাপসের বিকাশ আরো সহজতর ও সহজলভ্য করতে গঠিত হলো ইন্টানেট ভিত্তিক ভার্চূয়াল প্রতিষ্ঠান internet.org এর উদ্যোক্তা প্রতিষ্ঠান ফেসবুক, এরিকসন, মিডিয়াটেক, নকিয়া, অপেরা, কোয়ালকম ও স্যামসাং। internet.org এর অন্যতম উদ্যোক্তা সদস্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জোকারবার্গ ২১ আগস্ট এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ সময় ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জোকারবার্গ অভিব্যক্তি প্রকাশে করেন যে, ইন্টারনেট কার্যক্রমকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে যেকোন উদ্যোগ গ্রহণ করতে অগ্রহী ফেসবুক।
“Every one of us. Everywhere. Connected.” শ্লোগানকে সামনে রেখে ৫শ কোটি সাধারণ মানুষকে ইন্টানেটের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করছে এ প্রতিষ্ঠানটি।

এ প্রতিষ্ঠানটি অন্যতম সদস্য এরিকসনের প্রধান নির্বাহী হান্স বেটসবার্গ বলেন ‘কানেকটিভিটির উপর আমরা ১০০ বছর ধরে নিরসল কাজ করে যাচ্ছি। আমাদের নতুন এ উদ্যোগের লক্ষ্য হলো ২০১৮ সালের মধ্যে বিশ্বে ৬০০ কোট মানুসের হাতে ১টি করে মোবাইল থাকবে।‘
নকিয়ার প্রধান নির্বাহী ষ্টিফেন ইলোফ বলেন, সারা বিশ্বের মানুষকে এক সংগে যুক্ত করতে গত কয়েক দশক ধরে নিরলস ভাব কাজ করছে নকিয়া। এখন সময় এসেছে ইন্টানেট সুবিধাকে আরো প্রসারিত ও সহজলভ্য করা। তারাই অংশ হিসেবে আমাদের এ ইন্টারনেট ডট ওআরজি’র যাত্রা।
উদ্যোগের শুরুতে শীর্ষ সাত প্রতিষ্ঠান এর যাত্রা শুরু করলেও ধারণা করা হচ্ছে এর উদ্যোগক্তা সংখ্যা আরো ধীরে ধীরে বাড়বে। বিশ্বের নামী-দামী প্রযুক্তি প্রতিষ্ঠান, এনজিওকে এ উদ্যোগের সাথে সম্পৃক্ত করা হবে এমনই আভাস দিয়েছেন ৭ উদ্যোগক্তা সদস্য।
বর্মমানে বিশ্বে ইন্টানেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২শ ৭০ কোটি। ৫শ কোটি টার্গেটের মহান এই উদ্যোগ সাড়া জাগিয়েছে পৃথিবীর তাবৎ সাধারণ মানুষকে।

তথ্য সূত্রঃ ইন্টানেট ডট ওআরজি
