শ্যামলবাংলা বিনোদন : প্রথমবারের মত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল বিজ্ঞাপনচিত্রে গ্রামীনফোনের ব্র্যান্ড অ্যম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অনন্ত ২ বছরের জন্য ওই চুক্তিতে স্বাক্ষর করেন। শুক্রবার থেকে টানা ৩ দিন শুটিং হবে এই মুঠোফোনের নতুন টিভিসির। জিরো জিরো সেভেন স্টাইলে পুরো অ্যাকশন থিমে বিজ্ঞাপনচিত্রটি নির্মান করছেন মেজবাউর রহমান সুমন। গ্রে’র তত্ত্বাবধানে এই শুটিং এবং বিজ্ঞাপনটি নির্মিত হতে যাচ্ছে। অ্যাকশন হিরো হিসেবে খ্যাত সময়ের জনপ্রিয় তারকা অনন্ত জলিলের এই প্রথম বিজ্ঞাপনটিও তৈরি হচ্ছে অ্যাকশন ধাঁচের। প্রথম টিভিসি প্রসঙ্গে অনন্ত বলেন, আমাকে গত ২ বছর একাধিক কোম্পানি তাদের বিজ্ঞাপনে মডেল এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর অফার পেয়েছি। তবে চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকায় ও কনসেপ্ট পছন্দ না হওয়ায় কাজ করিনি। কারণ অযথা নাচানাচি মার্কা বিজ্ঞাপনে আমি বিশ্বাসী নই। তাই গ্রামীণফোনের এই বিজ্ঞাপনের টোটাল থিমের সাথে আমার ভাবনাগুলোও দারুণ মিলে যাওয়ায় এই কাজটি হাতে নিয়েছি। আশা করছি দর্শকরাও বিজ্ঞাপনটি দেখে মনোমুগ্ধ হবেন।

উল্লেখ্য, গেল ঈদে মুক্তি পায় অনন্ত জলিল পরিচালিত ও অভিনীত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’। চলচ্চিত্রটি ঈদে সবচেয়ে সফলতার সাথে বক্স অফিস মাতিয়েছিল। এ ছাড়া একটানা কাজ চলছে অনন্ত পরিচালিত তার সিকুয়্যেল চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম টু’। ঈদের ছবির সাফল্য প্রসঙ্গে অনন্ত বলেন, আমার চলচ্চিত্রের কোয়ালিটি থেকেই আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, এটি দর্শকেরা স্বাগত জানাবে।
