পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। এরা হচ্ছে ঈশ্বরদী পৌরপাড়া এলাকার শাহীন উদ্দিনের ছেলে রুপক উজ্জামান রুপক (১৯) ও একই এলাকার মাহাবুব হোসেনের ছেলে তৌফিক হোসেন তপু (২০)। ২৩ আগস্ট শুক্রবার বিকেলে শহরের শহীদ আমিনপাড়ায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা অবস্থায় তাদের আটক করা হয়।

র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, ২ যুবক অস্ত্রসহ ঈশ্বরদী মহিলা কলেজের পাশে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে আটক ও তাদের কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাবনা র্যাব-১২ রূপক ও তৌফিককে একটি পিস্তলসহ থানায় জমা দিয়েছে। এরা সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য অস্ত্র নিয়ে ঘোরাফিরা করছিলো। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।
