শ্যামলবাংলা ডেস্ক : ১ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে নাটোরের ডিবি পুলিশ। ২৪ আগস্ট শনিবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জের ইকবরপুর গ্রামের নাসির উদ্দিন ও একই এলাকার হেলপার মাহবুব।
নাটোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নাটোর ডিবি পুলিশের একটি দল নাটোর-ঢাকা মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজায় অভিযান চালায়। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আমবোঝাই একটি মিনিট্রাককে থামিয়ে তল্লাশি চালালে ওই ট্রাকে বহনকৃত আমভর্তি কেইসে’র নিচ থেকে লুকানো ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং আটক করা হয় ট্রাকচালক নাসির উদ্দিন ও হেলপার মাহাবুবকে। ওই ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
