শ্যামলবাংলা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে জামালপুর সদরে। ২৩ আগস্ট শুক্রবার রাতে নাকাটি গ্রামে ওই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ছানোয়ার হোসেন (১৮) স্থানীয় হারুন অর রশীদের ছেলে এবং জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের কারিগরি শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র।
জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম তফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার রাতে নাকাটি গ্রামের নিজ বাড়ির পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় ছানোয়ার।
