শ্যামলবাংলা ডেস্ক : ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে’ দেশের চলমান রাজনীতি নিয়ে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নোবেল বিজয়ী ড. ইউনূসকে আমরা সম্মান করি। তিনি দীর্ঘদিন পর ঘোমটা খুলে রাজনীতিতে এসেছেন। এজন্য আমরা তাকে অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ২৪ আগস্ট শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহে জাস্টিস রাধা বিনোদ পাল মডেল ভিলেজ স্মৃতিফলক ও চক্ষু শিবির উদ্বোধন অনুষ্ঠানে ড. ইউনূসকে স্বাগত জানিয়ে ওই কথা বলেন।
তথ্যমন্ত্রী ইউনূসের উদ্দেশ্যে বলেন, উনি ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে রাজনীতির মাঠে নামার দুদিনের ব্যবধানে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। এবার আশা করবো মাঠ ছেড়ে চলে যাবেন না। উনার মতো সম্মানিত মানুষ রাজনীতি করছেন দেখে ভাল লাগছে। এখন ড. ইউনূসের সঙ্গে আমরাও রাজনৈতিক ভাষায় কথা বলব। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিরোধী দলের নেতা সংলাপে যাবেন বলে জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন। এই সংলাপেই ঠিক হবে কোন সরকার বা কার অধীনে নির্বাচন হবে। আশা করি খালেদা জিয়া বান কি মুনকে দেয়া অঙ্গীকার রাখবেন।
জাস্টিস রাধা বিনোদ পাল মডেল কলেজ মাঠে শমসের আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ।