শ্যামলবাংলা ডেস্ক : খুলনায় স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপ একই জায়গায় ও একই সময়ে কর্মসূচি আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। ২৪ আগস্ট শনিবার বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল ৪টার দিকে স্বেচ্ছাসেবক দলের বিবদমান ২টি গ্রুপ একই জায়গায় একই সময়ে কর্মসূচি পালনের অনুমতি চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে সকল প্রকার সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়।
