শ্যামলবাংলা ডেস্ক : আজ ২৪ আগস্ট ইয়াসমিন ট্র্যাজেডির ১৭তম বার্ষিকী ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে একদল বিপথগামী পুলিশের হাতে কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও নির্মমভাবে হত্যার শিকার হয়। ওই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ। প্রতিবাদ করতে গিয়ে পুলিশের নির্বিচার গুলিতে প্রাণ হারায় ৭ জন। আন্দোলন ও নিহত হওয়ার ঘটনাটি ওইসময় দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এদিকে দিবসটি পালন উপলক্ষে সম্মিলিত নারী সমাজ, মহিলা পরিষদ, এডাবসহ বিভিন্ন সংগঠন প্রতিবারের মত এবারও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার দিনাজপুর শহরে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ ও শোকর্যালি। এছাড়া নিহত ইয়াসমিনের পরিবার এলাকায় গরিব-দু:স্থদের মাঝে খাদ্য বিতরণসহ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের করেছে।
