শ্যামলবাংলা ডেস্ক : আজ ২৪ আগস্ট শনিবার প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী,বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপির মা, আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম আইভি রহমানের নবম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৪ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান।

এর ৩ দিন আগে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি।
আইভি রহমানের নবম মৃত্যুবার্র্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ ২৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে আইভি রহমানের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও মোনাজাতের কর্মসূচির আয়োজন করেছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে বাদ আসর রাজধানীর গুলশানের আইভি কনকর্ড টাওয়ারের বাসায় আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল।
এদিকে নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইভি রহমানের নিজ এলাকা কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার দিনব্যাপী কর্মসূচি পালি হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারণ, সকাল ৮টায় আইভি রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কোরআন খতম ও মিলাদ মাহফিল, জোহর নামাজের পর মসজিদে মসজিদে দোয়া ও দুপুর দেড়টায় কাঙালি ভোজ এবং বিকেল ৩টায় শোকর্যালি ও ৪টায় শোকসভা।
