স্টাফ রিপোর্টার : ১০ বোতল ফেনসিডিলসহ হারুনুর রশিদ দাবারু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শেরপুরের ডিবি পুলিশ। ২২ আগস্ট বৃহস্পতিবার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম ওই ঘটনার সত্যতা স্বীকার করে শ্যামলবাংলাকে জানান, গ্রেফতারকৃত হারুনুর রশিদ দাবারু একজন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
