ইয়ানুর রহমান, যশোর : যশোরের বাবলাতলায় ছাত্রলীগের অফিসে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। ২৩ আগস্ট শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। এসময় শামীম নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, শুক্রক্ষার বিকেল ৩টার দিকে আহত শামীমসহ তিন ছাত্রলীগকর্মী যশোরের বাবলাতলার ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয়ে অবস্থান করছিলেন । ওই সময স্থানীয় একদল দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে চারটি বোমার বিস্ফোরন ঘটায়। এর পর ৬/৭ রাউন্ড গুলি করে। তারা অফিসেও ভাঙচুর চালায়। বোমায় শামীম আহত হয়।
খবর পেয়ে ঘটনার পরপরই যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একটি বোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করেন।