যশোর প্রতিনিধি : ভারতে তিন বছর কারাভোগের পর দেশে ফিরেছেন বাংলাদেশি ৫ নারী। ২৩ আগস্ট শুক্রবার দুুপুরে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৫ নারীকে বেনাপোল চেকপোস্টে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। এরা হচ্ছেন গাইবান্দা জেলার বাবু লালের মেয়ে আরতি রানী(২০) ঢাকার মোহাম্মদপুর রায়ের বাজার এলাকার রমিস চৌধুরীর মেয়ে মিস রোফা (২২), খুলনা খানজাহান আলী রোডের মৃত ইসমাইল শেখের মেয়ে নিপা আকতার সোভা(২১),খুলনার কালিবাগান এলাকার ইদ্রিস আলীর মেয়ে নারগিস বেগম(২৪) ও একই এলাকার মৃত আব্দুল রাজ্জাক মিয়ার মেয়ে রিজিয়া(২৫)।
যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মান্নান শ্যামলবাংলাকে জানান, বিএসএফ সদস্যরা ৫ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত দেওয়ার পর তাদের বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মেয়েদের অবিভাবক এসে তাদের গ্রহণ করবেন।
উলে¬খ্য, তিন বছর আগে দালালের খপ্পড়ে পড়ে ভালো কাজের আশায় ভারতে গিয়েছিলেন তারা। এরপর অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করে সে দেশের গোয়েন্দা পুলিশ। পরে অনপ্রবেশের অভিযোগে দেওয়া মামলায় সাজা ভোগ করেন তারা।
