শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বিয়ে করেছেন তার অস্ট্রেলীয় বান্ধবী শ্যানেইরা টমসনকে। ২৭ আগস্ট তিনি নিজেই এ বিয়ের কথা জানিয়েছেন।
ওয়াসিম আকরামের প্রথম স্ত্রী হুমা আকরাম দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২০০৯ সালে মৃত্যুবরণের পর এটি তার দ্বিতীয় বিয়ে এর আগে অবশ্য সুস্মিতাকে নিয়ে ঞ্জনের সৃষ্টি হলেও তারা কেউই এটিকে ব›ন্ধুত্বের বেশি কিছু বলতে রাজি হননি।
ওয়াসিম আকরাম বলেছেন, ১২ আগস্ট লাহোরে এক সাধারণ অনুষ্ঠানে তিনি শ্যানেইরাকে বিয়ে করেছেন এবং এটা তার ও তারস্ত্রী সন্তানদের জন্য এক নতুন জীবনের সূচনা। শ্যানেইরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং উর্দু শিখছেন। বিয়ের এ অনুষ্ঠানে ওয়াসিম আকরামের পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।