শ্যামলবাংলা ডেস্ক : আবারও খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে সরকার। ২২ আগস্ট বৃহস্পতিবার থেকে দেশের ১৩ জেলায় ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চালের দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম অব্যাহত থাকবে।
গত মে মাসে খোলা বাজারে চাল বিক্রি বন্ধ করে দেওয়ার পর বাজারে চালের দাম দ্রুতগতিতে বাড়তে থাকে। বাজার স্থিতিশীল ও চাহিদা মেটাতে খাদ্য অধিদপ্তর আবারও ওএমএস কার্যক্রম শুরু করে।
এদিকে বৃহস্পতিবার থেকে ঢাকায় খোলা বাজারে চাল বিক্রি শুরু হলেও জেলা পর্যায়ে শনিবার থেকে শুরু হবে। রাজধানী ঢাকায় প্রতিদিন ৬০টি ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে ২ মেঃ টন চাল থাকবে।
