শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন হোমসিরিজে নিউজিল্যান্ডকে সবগুলো ওয়ানডেতে হারিয়ে সিরিজ জিততে চান বাংলাদেশের প্রধান কোচ শেন জার্গেনসেন। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে অনুশীলনের ফাঁকে জার্গেনসেন জানান, তারা আবার নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করতে চান। তবে এটা খুবই কঠিন। কিউইরা এখন অনেক ভারসাম্যপূর্ণ দল।
আগামী অক্টোবরে ২টি টেস্ট, ৩ টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে সফরে আসছে নিউজিল্যান্ড।
উল্লেখ্য, ২০১০ সালের অক্টোবরে সর্বশেষ বাংলাদেশ সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে স্বাগতিকদের কাছে হারে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ওইটাই তখন ‘বাংলাওয়াশ’ নামে পরিচিত লাভ করে।
সিরিজের আগে ফিটনেস বাড়ানোটাকে খুব গুরুত্ব দিচ্ছেন কোচ জার্গেনসেন। ঈদের আগে ফিটনেস নিয়ে কাজ করেছিলেন, ঈদের পরও কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দুদিন ফিটনেস অনুশীলন প্রাধান্য পেয়েছে। মঙ্গলবার থেকে স্কিল অর্থাৎ ব্যাটিং-বোলিং অনুশীলন জোরদার হবে জানিয়ে জার্গেনসেন বলেন, নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ভালো করতে হলে সব বিভাগেই আমাদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা সেভাবেই নিজেদের তৈরি করছি।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজাকে শতভাগ ফিট পাওয়ার ব্যাপারে আশাবাদী জার্গেনসেন। চিকিৎসক দলের পরামর্শ শুনেই দেশসেরা পেসারকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলতে পাঠানো হয়নি বলেও জানান তিনি।
