শ্যামলবাংলা ডেস্ক : জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই জায়গায় দলীয় সমাবেশ ডাকায় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করায় ২১ আগস্ট বুধবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি উচ্চ বিদ্যালয় মাঠে ২২ আগস্ট অনুষ্ঠেয় ওই সমাবেশ আহবান করে আওয়ামী লীগ ও বিএনপি। এ নিয়ে দু’দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারার ওই বিধি নিষেধ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত বহাল থাকবে।
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান একই জায়গায় দু’দলের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে উদ্ভুত অবস্থায় ১৪৪ ধারা জারি করার সত্যতা স্বীকার করেছেন।
