শ্যামলবাংলা ডেস্ক : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এরা সবাইা ট্রাক শ্রমিক। ২১ আগস্ট বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার ফকিরবাজার এলাকায় চালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সুবল (৩০) ও দিনাজপুরের মনোয়ার (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বগুড়া থেকে চট্টগ্রামগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে গেলে সুবল ও মনোয়ার চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ওইসময় ট্রাকে ১৭ জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার সময় ওই ২ জন ছাড়া বাকি সবাই লাফিয়ে ট্রাক থেকে নেমে পড়ায় তারা প্রাণে বেঁচে যান।
