শ্যামলবাংলা ডেস্ক : হিজাব পরে মুসলিম নারীদের প্রতি সংহতি প্রকাশ করল সুইডেনের নারীরা। । ইসলামী শালীন পোশাক বা হিজাব পরিহিতা এক নারীর ওপর হামলার প্রতিবাদে সুইডেনের নারীরা টুইটারসহ নানা সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের হিজাব পরিহিত ছবি আপলোড করতে শুরু করেছেন ।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে হিজাবধারী এক নারীর ওপর হামলা চালায় কিছু উগ্রবাদী।
মুসলিম এ নারীর প্রতি সংহতি প্রকাশ করে অভিনব এই সামাজিক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন নানা ধর্মের নারীরাসহ রাজনীতিবিদ এবং টিভি উপস্থাপিকারা। রাজনীতিবিদ আসা রোমসোন, ভেরোনিকা পাম এবং টিভি উপস্থাপিকা গিনা দিরাউই এরই মধ্যে টুইটারসহ সামাজিক যোগাযোগের সাইটগুলোতে হিজাব আবৃতা ছবি আপলোড করেছেন।
হিজাব কর্মসূচি নামে পরিচিত এ তৎপতার মাধ্যমে মুসলিম নারীদের ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। কর্মসূচিতে অংশগ্রহণকারী মহিলারা বলেছেন, সুইডেনে মুসলিম নারীরা যে বৈষম্যের শিকার হচ্ছেন- এ কর্মসূচির মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করছেন।
