স্টাফ রিপোর্টার : এবার শেরপুরের নালিতাবাড়ীতে পঞ্চাশোর্ধ আপন ভাবীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে দেবরের বিরুদ্ধে। ওই ঘটনায় ২০ আগস্ট মঙ্গলবার নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। একই দিনে জেলা সদর হাসপাতালে ওই ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছ্।ে ওই ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি করেছে।
ধর্ষিতার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ১৬ আগস্ট শুক্রবার রাতে নালিতাবাড়ী সদর ইউনিয়নের চিনামারা গ্রামের ওই ধর্ষিতা নাতিকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১২ টার দিকে লম্পট দেবর নিজামউদ্দিন (৫০) ঘরে ঢুকে গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। ঘটনার পর নিজাম বাড়ী থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি মমিনুল ইসলাম পিপিএম বলেন, ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধা মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
