শ্যামলবাংলা ডেস্ক : বিকল্প শিশুখাদ্য গ্রহণে কোনো শিশুর স্বাস্থ্যহানি বা মৃত্যু ঘটলে সরবরাহকারী প্রতিষ্ঠানের শাস্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
২০ আগস্ট মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনায় এ শাস্তির বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
১৬ জুলাই বিকল্প শিশুখাদ্যের বিপণন ও প্রচারণার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে জাতীয় সংসদে এই বিলটি উত্থাপন করা হয়। পরে সেটি পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত আইনে নিষিদ্ধ করা হয়েছে বিকল্প শিশুখাদ্য ও শিশুর বাড়তি খাদ্যকে মায়ের দুধের বিকল্প দেখিয়ে প্রচার চালানো এছাড়া, বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত করা শিশুর বাড়তি খাদ্য এবং এসব খাদ্য ব্যবহারের সরঞ্জাম নিয়ে বিজ্ঞাপন প্রচার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও বিকল্প শিশুখাদ্যের বিক্রি উৎসাহিত করতে কাউকে উপহার বা মূল্যছাড় দেয়া, সভা-সেমিনারের আয়োজন, শিশুদের জন্য প্রতিযোগিতা বা অনুষ্ঠানের আয়োজনও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
