শ্যামলবাংলা বিনোদন : এবার বলিউড কিং খ্যাত শাহরুখ খানের নতুন সৃষ্টি ‘চেন্নাই এক্সপ্রেস’ বলিউড বক্স অফিসের সকল রেকর্ড ভেঙে ৩ শ কোটি রুপী ছাড়িয়ে গেছে। ৯ আগস্ট মুক্তি পাওয়া এ ছবিটি ২০ আগস্ট পর্যন্ত মাত্র ১১ দিনে ৩১৪ কোটি রুপীতে পৌছায় ব্যবসায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সাথে এ যাবতকালের সর্বোচ্চ ব্যবসাসফল ছবি ‘থ্রি ইডিয়টস’-এর রেকর্ডও ভেঙেছে। আর নিজের নতুন সৃষ্টির ওই অভাবনীয় সাফল্যে আনন্দিত হয়েই শাহরুখ খান তার ওই ছবির প্রথম দিনের আয় প্রায় ৩৩ কোটি রুপি ইতোমধ্যে দানও করে দিয়েছেন।
উল্লেখ্য, রোহিত শেঠী পরিচালিত শাহরুখ-দীপিকা অভিনীত ওই ছবিটি একের পর এক বলিউডের যে সমস্ত রেকর্ড ভঙ করেছে, তা হচ্ছে অগ্রিম আয়, প্রথম দিনের আয়, দ্বিতীয় দিনের আয়, তৃতীয় দিনের আয়, প্রথম সপ্তাহের আয়, দ্রুততম ১০০ কোটি রুপি, দ্রুততম ২০০ কোটি রুপি এবং বলিউডের সর্বোচ্চ ব্যবসাসফল ছবি।
