শ্যামলবাংলা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের স্বর্ণের চালান ধরা পড়েছে। সোমবার মধ্যরাতে ৮ কেজি স্বর্ণের ৬৫টি বারসহ দীপক কুমার আচার্য (৬০) নামে এক ভারতীয় নাগরিগকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ান ও বিমানবন্দর কাস্টমস। ওই সময় তার কাছ থেকে স্বর্ণ ছাড়াও ১১টি আইফোন এবং ১১ হাজার ২শ ২৫টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশের সিনিয়র এএসপি আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট বিমানের যাত্রী দীপক কুমারকে আটক করা হয়। হংকং-ঢাকা-কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৭৯ ফ্লাইটটি হংকং থেকে সোমবার রাত ৯ টার দিকে ঢাকায় পৌছে। পরে বিমানটি শাহজালালে যাত্রীদের ট্রানজিট দেয়। তল্লাশিতে তার কাছে ৮ কেজি স্বর্ণ, আইফোন ও মেমোরি কার্ডগুলো পাওয়া যায়। তিনি বলেন, বিমানবন্দরে চোরাচালান চক্রের অন্য কোনো সদস্যের কাছে স্বর্ণগুলো হস্তান্তরের চেষ্টাকালে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। ওই ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
