শ্যামলবাংলা ডেস্ক : বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী মালয়েশিয়ায় বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে আহত হয়েছেন। কুয়ালালামপুরের স্থানীয় সময় ১৯ আগস্ট সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মাহী বি চৌধুরীর বাবা সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, মাহী বি চৌধুরী পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে স্থানীয় তুংশিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় বিকল্পধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহীর ডান পা গোড়ালির উপর থেকে ভেঙে গেছে। তার পায়ে ৪ ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। পায়ে ৯টি স্ক্রু ও স্টিল প্লেট সংযোজন করেছেন চিকিৎসকরা।
জাহাঙ্গীর আলম জানান, বদরুদ্দোজা চৌধুরী ১৩ অগাস্ট স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, ছেলে মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক (লোপা) এবং মাহীর দুই সন্তান সেহরেজাদ ও আরাসতালিশ বি চৌধুরীকে নিয়ে মালয়শিয়া যান। সোমবার স্ত্রীকে নিয়ে সেখান থেকে ব্যাংকক যান তিনি। সেখানে বাবা-মাকে বিদায় জানিয়ে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পথে বৃষ্টির মধ্যে হোটেলের সামনে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান তিনি।
