পাবনা প্রতিনিধি : পৃথক সন্ত্রাসী ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে এক বিএনপি কর্মীসহ ২ জন নিহত হয়েছে পাবনায়। নিহতরা হলেন সদর উপজেলার হেমায়েতপুর ভোটঘর এলাকার আমির চাঁদের ছেলে লাল চাঁদ (২৫) এবং সদর উপজেলার চরআশুতোষশপুর গ্রামের জাকের শেখের ছেলে আশরাফ শেখ (৩০)। গুলিতে নিহত লাল চাঁদ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। এ নিয়ে গত এক মাসে শুধুমাত্র পাবনা শহরেই ৫জন রাজনৈতিক কর্মী খুন হল। ২০ আগস্ট মঙ্গলবার ভোর ও সোমবার সন্ধ্যায় ওই দুটি হত্যাকান্ডের ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম শ্যামলবাংলাকে জানান, আধিপত্য বিস্তার ও ও পুর্ব শত্র“তার জের ধরে মঙ্গলবার ভোরে ৭/৮ জনের একদল সন্ত্রাসী হেমায়েতপুর ভোটঘর এলাকার আমিরচাঁদের ছেলে এবং বিএনপি কর্মী লাল চাঁদকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর লাশ স্থানীয় আশ্রয়ন প্রকল্পের কাছে ফেলে রাখে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
অপরদিকে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চরআশুতোষশপুর গ্রামের জাকের শেখের ছেলে আশরাফ শেখকে (৩০) সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে সে মারা যায়। ওই ঘটনায় সেন্টু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই পৃথক দুটি হত্যাকান্ডের ঘটনায় পাবনা সদর থানায় দুটি মামলা হয়েছে।
