শ্যামলবাংলা ডেস্ক : আজ বিশিষ্ট রাজনীতিক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ২৭তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৮৬ সালের ২০ আগস্ট ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়িতে মিলাদ এবং মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ফাউন্ডেশন, তর্কবাগীশ পরিষদ, তর্কবাগীশ পাঠাগার এবং সলঙ্গা সমাজকল্যাণ সমিতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আবদুর রশীদ তর্কবাগীশ সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন। ১৯৫৬ থেকে ১৯৬৭ সালের প্রথম ভাগ পর্যন্তআওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
১৯০০ সালের ২১ নভেম্বর পাবনার তারুতিয়ায় জন্মগ্রহণ করেন আব্দুর রশিদ। দেওবন্দে ইসলামী শাস্ত্রে ডিগ্রি নেন। লাহোরে হিন্দু-খ্রিস্টান ও তর্কশাস্ত্র অধ্যয়ন করেন এবং সেখানে তর্কযুদ্ধে সুনাম অর্জন করে তর্কবাগীশ উপাধি পান। ১৯৮৩ সালের ৩০ জানুয়ারি ঢাকায় তার বনগ্রামের বাসভবনে তার সভাপতিত্বে ১৫টি রাজনৈতিক দলের (আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি প্রভৃতি) যৌথ সভায় ১৫ দলীয় জোট গঠন করা হয়। জোটের অন্যতম নেতা হিসেবে তিনি এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। লেখক হিসেবেও তিনি বেশ খ্যাতি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে শিরাজী স্মৃতি, সমকালীন জীবনবোধ, স্মৃতির সৈকতে আমি, সত্যার্থ প্রকাশে সত্যার্থ, সত্যার্থ ভ্রমণী, ইসলামের স্বর্ণযুগের ছিন্ন পৃষ্ঠা, শেষ প্রেরিত নবী ইত্যাদি উল্লেখযোগ্য।
