যশোর প্রতিনিধি : শার্শার নাভারনের পশু হাটের পাস ঘরের বারান্দা হতে পরিত্যাক্ত অবস্থায় ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। ১৮ আগস্ট রাতে ওই পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।
যশোর বিজিবি-২৬ ব্যাটালিয়নের সি.ও লেঃ কর্নেল মতিউর রহমান জানান, একদল অস্ত্র ব্যবসায়ী শার্শার নাভারনের পশু হাটের পাস ঘরের বারান্দায় অস্ত্র কেনা বেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ওই অভিযানে শার্শা থানার এস আই ফিরোজ ও এসআই মোরাদসহ পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়। যৌথ বাহিনীর গতিতিধি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল হতে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও এক বোতল বাংলা মদ উদ্ধার করে অভিযানকারীরা। ওই সময় অস্ত্র ব্যবসায়ীদের কাউকে আটক করা যায়নি।
