রাজীবপুর প্রতিনিধি : কুড়িগ্রামের রাজীবপুরে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৮ আগস্ট রবিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ওই ইউপি সদস্যকে মাথায় গুলি করে লাশ রাজীবপুর-সানন্দবাড়ী সড়কের কাউনিয়ার চর বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে ফেলে রাখে। নিহত আবুল কাশেম (৫০) রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

জামালপুরের দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার মাথায় গুলি করায় প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
