শ্যামলবাংলা ডেস্ক : ছোটখাট দুর্ঘটনার শিকার হয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে বহনকারী গাড়ি। তবে ওই সময় গাড়িতে থাকলেও মুশফিক ও তার সতীর্থ পেসার নাজমুল হোসেনের কোন ক্ষতি হয়নি।
জানা গেছে, উত্তরার বাসা থেকে ১৯ আগস্ট সোমবার সকালে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার পথে ওই দূর্ঘটনা ঘটে। ওইসময় মিরপুরের কালসীতে পেছন থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুশফিকের গাড়ির পেছনে ধাক্কা মারলে গাড়ির পেছনের দিক সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দূর্ঘটনায় সতীর্থ নাজমুলসহ মুশফিকের শরীরে কোন আঘাত না লাগলেও তারা হাফ ছেড়েছেন।