স্টাফ রিপোর্টার : শেরপুরের চাঞ্চল্যকর এমদাদুল হক হত্যা মামলায় এক ব্যক্তির ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৮ আগস্ট রবিবার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানী শেষে ওই আদেশ দেন।
উল্লেখ্য, ১ আগস্ট দুপুরে শেরপুর সদরের কামারেরচর বাজারে সিএনজি গাড়ির সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় সাহাব্দীরচর গ্রামের এমদাদুল হক (২৮) নিহত হয়। ওই ঘটনায় নিহতের বড়ভাই ছাইফুল ইসলাম বাদী হয়ে ইউসুফ আলী খানসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামীরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১৪ আগস্ট টাঙ্গাইল সদরের একটি আবাসিক হোটেল থেকে এজাহার নামীয় আসামী মোফাজ্জল হোসেন (৪৫)কে গ্রেফতার করেন।
