শ্যামলবাংলা ডেস্ক : এবার গানের পাশাপাশি মানুষের সেবা প্রত্যয় নিয়ে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সঙ্গীতশিল্পী কনক চাঁপা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে থেকেই মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার তাঁর।
রাজনীতিতে যোগদান প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, কিছুদিন থেকেই বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বলে আসছিলেন দলটিতে যোগ দেওয়ার জন্য। দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করে সম্প্রতি দলটিতে যোগ দেন তিনি। ওই সময় বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, নেতা-কর্মী এবং সংস্কৃতি অঙ্গনের আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, নায়ক উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।
