যশোর প্রতিনিধি : যশোরে দুর্বৃত্ত্বের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ১৮ আগস্ট রবিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন (২২) মারা যায়। জাকির হোসেন যশোরের ঝিকরগাছার মধুখালি গ্রামের এনায়েত হোসেনের পুত্র।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৭ আগস্ট শনিবার সন্ধ্যায় জাকির হোসেন একদল দুবৃর্ত্ত্বের হামলার শিকার হন। পরে স্থানীয়রা জাকিরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে জাকিরের মৃত্যু হয়।
