শ্যামলবাংলা বিনোদন : বাংলা সিনেমার দ্বিতীয় নবাব খ্যাত প্রবীর মিত্রের ৭৩তম জন্মদিন আজ ১৮ আগস্ট রবিবার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তী ও সিনেমাপ্রেমী দর্শকদের প্রিয় অভিনেতা প্রবীর মিত্র বিগত প্রায় ৪৬ বছর ধরে নিরলসভাবে একের পর এক চলচ্চিত্রে কাজ করে দর্শককে ভাল লাগার যোগান দিয়েছেন। অন্যান্য দিনে নানান কাজ নিয়ে ব্যস্ত থাকলেও আজকের দিনটি তিনি সেগুনবাগিচায় পরিবারের সদস্যদের সঙ্গেই কাটাচ্ছেন।
প্রবীর মিত্র স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছিলেন। এটি ছিল রবীন্দ্রনাথের ‘ডাকঘর’। চরিত্র ছিল প্রহরী। এরপর পুরান ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা। পরিচালক এইচ আকবর সাহেবের হাত ধরে ‘জলছবি’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। সর্বশেষ এবারের ঈদে তার অভিনীত ‘মাই নেম ইজ খান’ ছবিটি মুক্তি পায়। ছবিটিতে তিনি শাকিব খানের দাদার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া এরই মধ্যে তিনি শেষ করেছেন ‘তোমার কাছে ঋণী’, ‘শতরূপে শতবার’ ও ‘অনেক সাধনার পর’ ছবির কাজ।
বংশ পরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা প্রবীর মিত্র। ওই এলাকার একটি সড়কের নাম তার ঠাকুরদার নামে ‘হরিপ্রসন্ন মিত্র রোড’ রাখা হয়েছে। ২০০০ সালে তার স্ত্রী অজন্তা মিত্র মারা যান। সেই থেকে তিনি একাকিত্বের ভার বহন করে চলেছেন।
