পাবনা প্রতিনিধি : জামায়াত ইসলামী আহুত ৪৮ ঘন্টা হরতালের শেষ দিনে বুধবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় খলিলুর রহমান (২২) নামে এক শিবির কর্মী নিহত হওয়ার প্রতিবাদে পাবনায় ছাত্রশিবিরের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ হরতাল চলাকালে পাবনা-নগরবাড়ী, পাবনা-ঈশ্বরদী ও ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। এসময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়।
হরতালের কারনে জেলা শহরের দোকানপাট বন্ধ থাকলেও উপজেলা পর্যায়ে এ হরতালের কোন প্রভাব পড়েনি। দুরপাল্লার যানবহন চলাচল না করলেও অভ্যন্তরিণ রুটের যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। হরতালে নাশকতা ঠেকাতে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের তত্বাবধানে শহর ও এর আশপাশ এলাকাসহ উপজেলার গুরুত্বপুর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এছাড়া একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল ভ্রাম্যমান আদালত। যে কারণে হরতালে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, নিহত খলিলুর রহমান পাবনার সাঁথিয়া উপজেলার করঞ্জা ইউনিয়নের করঞ্জা মল্লিকপাড়ার আব্দুল বাতেন মল্লিকের ছেলে। তিনি ছাত্র শিবিরের ঢাকা দক্ষিন ৮৮ নং ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।
