শ্যামলবাংলা ডেস্ক : আজ ১৮ আগস্ট রবিবার আধুনিক বাংলা নাট্য জগতের যুগস্রষ্টা সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন। ১৯৪৯ সালের এই দিনে শেকড়সন্ধানী এ নাট্যকার ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। এই নাট্যকারের হাত ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা হয়। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ১৯৮১-৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সাথে নিয়ে গড়ে তোলেন গ্রাম থিয়েটার।
তার প্রথম রেডিও নাটক ‘বিপরীত তমসায়’। প্রথম মঞ্চনাটক ‘সর্প বিষয়ক গল্প’ মঞ্চায়ন হয় ১৯৭২ সালে। বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ ‘বাংলা নাট্যকোষ’ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদনা তার হাতেই। এই বরেণ্য নাট্যকার একুশে পদক, বাংলা একাডেমী, কথাসাহিত্য পুরস্কার, নান্দিকার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন। তিনি আধুনিক বাংলা নাট্যজগতকে কাঙাল বানিয়ে ২০০৮ সালের ১৪ জানুয়ারি ইন্তেকাল করেন।
এদিকে রবীন্দ্র উত্তরকালে বাংলা নাটকে এই প্রবাদ পুরুষকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে সেলিম আল দীনকে স্মরণ করছে। এ উপলক্ষ্যে শল্পকলা একাডেমীতে ঢাকা থিয়েটরের উদ্যোগে সেলিম আল দীন ফাউন্ডেশন ও নাট্য সংগঠন স্বপ্নদল দুইদিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে।
