শ্যামলবাংলা ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের উচনা এলাকায় বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারী গরু ব্যবসায়ীদের সংঘর্ষে এক চোরাকারবারী নিহত ও দুই বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৮ আগস্ট রবিবার ভোরে ওই ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য নায়েক মোশাররফ হোসেন ও সিপাহী মতিয়ার রহমানকে জয়পুরহাট বিজিবি-৩ ব্যাটালিয়ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহত চোরাকারবারীর নাম মজিবর রহমান বাপ্পা (৩০)। তার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের লস্করপুর গ্রামে।
জানা যায়, ভোরে পাঁচবিবির হাটখোলার উচনা সীমান্ত দিয়ে একদল ভারতীয় চোরাকারবারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির হাটখোলা ক্যাম্পের সদস্যরা তাদেরকে বাধা প্রদান করলে সংঘবদ্ধ চোরাকারবারীরা বিজিবির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। ওই সময় বিজিবি জওয়ানরা আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছোড়লে ওই ভারতীয় নাগরিক নিহত হয়।
