যশোর প্রতিনিধি : জুস ভেবে বিষপানে সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সাদিয়া ঝিনাইদহের পাইকপাড়ার আনিসুর রহমানের কন্যা। ১৭ আগস্ট শনিবার রাতে বিষপানে গুরুতর অসুস্থ সাদিয়াকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সে মারা যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই রেজাউল জানান, শিশু সাদিয়া জুসের বোতলে রাখা বিষকে জুস ভেবে পান করে । চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সাদিয়ার মৃত্যু হয়।
